সতেরো শতকের যুদ্ধজাহাজ খুঁজে পেলেন প্রত্নতত্ত্ববিদরা
ত্রিপুরা, ২৯ অক্টোবর : সুইডেনে সতেরো শতকের পুরানো এক যুদ্ধজাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। জাহাজটির নাম অ্যাপিলিট। এটি তৈরি হয়েছিল ১৬২৫ সালে। তৎকালীন রাজা গুস্তাভাস অ্যাডলফাসের নির্দেশে সে বছর চারটি যুদ্ধজাহাজ তৈরি হয়।
সিএনএন জানিয়েছে, গত সোমবার দেশটির মিউজিয়াম অব রেকস একথা জানায়।
জাহাজটি তৈরি হয়েছিল সে সময়ে রণতরি নির্মাতা হাইন জ্যাকবসনের হাতে। পরপর দুটি জাহাজ তৈরি করেছিলেন তিনি। প্রথমে তৈরি করেন ‘ভাসা’ নামের একটি যুদ্ধজাহাজ। উদ্বোধনী যাত্রাতেই ডুবে যায় সেটি। সেটির দুর্বলতা অনুসন্ধান করে পরে গড়ে তোলা হয়..