Feature Newsfleshত্রিপুরাভারত

আগরতলায় মেডি কভারের চিকিৎসা শুরু

ত্রিপুরা, ২৮ নভেম্বর : দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ ভিত্তিক মেডিকভার হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে আগরতলাতেই পরিষেবা মিলবে। এ উপলক্ষে শুক্রবার স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার অর্থের বিনিময়ে এই সুযোগ মিলবে।

এর জন্য আইজিএম হাসপাতালের পেছনের গলিতে মেডিকভারের স্থানীয় কেন্দ্রে অগ্রিম নাম নথিভুক্ত করতে হবে।

নাম নথিভুক্ত করা যাবে নির্দিষ্ট মোবাইল ফোন নম্বরের মাধ্যমেও। শনিবার ২৬ নভেম্বর এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। প্রথম দিন চিকিৎসা প্রদান করা হয়েছে বিনামূল্যে। তারপর ২০২৩ সালের জানুয়ারী মাসের দ্বিতীয় শনিবার থেকে শুরু করে অর্থের বিনিময়ে এই সুযোগ পাওয়া যাবে নিয়মিত। কিডনি, লিভার, হাঁটু সহ বিভিন্ন গাঁটে ব্যথা এবং অন্যান্য রোগের জন্য মেডিকভার হাসপাতালের চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো যাবে। শনিবার দুপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেডিকভার হাসপাতালের চিকিৎসকরা অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *