অংশত আকাশ মেঘলা আজ
ত্রিপুরা, ১৮ অক্টোবর : আগামীকাল মঙ্গলবার শহর আগরতলা এবং শহরতলীর বিভিন্ন স্থান জুড়ে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আজ, ২৪ ঘন্টার মধ্যে কোথাও বৃষ্টিপাত দেখা যায়নি। তবে, বেশ কিছু সময়ের জন্য আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরে তীব্র দাবদাহের কারণে বেশ কিছু সময়ের জন্য জনজীবন সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার উ পক্রম হয়।
আজ, বিকেলের দিকেও মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টিপাত দেখা যায়নি।
চলতি মরশুমে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৪.২ মিলিমিটার। আজ, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৫.১ এবং 25.2 ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ এবং ৬৩ শতাংশ ছিল। আগামীকাল দিনভর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। তবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আগামীকাল বেশ কিছু এলাকায় ঝড়ো বাতাস বইয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।