বাম – কং”র জোটের সম্ভাবনা নভেম্বরের শেষ লগ্নে রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা !
ত্রিপুরা, ১ নভেম্বর : উৎসব সাঙ্গ হতেই রাজ্য জুড়ে রাজনৈতিক কার্যকলাপ শুরু হয়ে গেছে পুরো দমে। প্রতিটি রাজনৈতিক দল কোমড় বেধে মাঠে নেমেছে। ব্যতিক্রম নয় কংগ্রেস। রাজ্য কংগ্রেসকে বুষ্টাপ করতে আগামী মাসের শেষ লগ্নে রাজধানীতে আসবেন প্রিয়াঙ্কা গান্ধী। এমন খবর কংগ্রেস অন্দর মহলের। কংগ্রেস সূত্রের খবর, প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে এসে করবেন সমাবেশ। প্রিয়াঙ্কার সমাবেশকে সফল করতে কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।
আস্তাবল মাঠে হবে প্রিয়াঙ্কা গান্ধীর সমাবেশ। কংগ্রেসের দাবি, প্রিয়াঙ্কা গান্ধীর সফরে বড় রকমের চমক দিতে পারে কংগ্রেস।
শাসক দলের বিধায়ক বা প্রথম সারির নেতারা যোগ দিতে পারেন কংগ্রেসে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রিয়াঙ্কা গান্ধীর সফরে বামের সঙ্গে আনুষ্ঠানিক জোটের ঘোষণাও হতে পারে। তাছাড়া প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথার সঙ্গেও জোটের বিষয়টি প্রিয়াঙ্কার রাজ্য সফরেই চূড়ান্ত হতে পারে। আর যদি কংগ্রেসের এই সমীকরণ বাস্তবায়িত হয়, তাহলে শাসক দল বিজেপির কি অবস্থা হবে? এই প্রশ্নের উত্তর সম্পর্কে সবাই ওয়াকিবহাল। রাজনীতিকরা বলছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটা চমক দেওয়ার চেস্টা করবেই। প্রিয়াঙ্কা, রাহুল সহ কংগ্রেসের সমস্ত তারকা প্রচারকরা রাজ্যে আসবেন। এবং তাদের সফরে যদি সিপিআইএম, তিপ্রামথার সঙ্গে জোট হয় তাহলে ভোটের সমস্ত হিসেব পাল্টে যাবে নি:সন্দেহে। কিন্তু শাসক দল বিজেপি কোনো ভাবেই এই সমীকরণ বাস্তবায়িত হতে দেবে বলে মনে হয়না। তারা প্রদ্যুৎ কিশোরকে এই জোট থেকে বিরত রাখার জন্য যে সব রকমের প্রচেষ্টা করবে তা বলার অপেক্ষা রাখেনা।