চুরাইবাড়িতে আবার আটক শুকনো গাঁজা
ত্রিপুরা, ১৭ নভেম্বর : পক্ষকালের মাঝে আবারো বহিঃ রাজ্যে পাচারের পথে চুরাইবাড়ি থানার হাতে আটক কুড়ি লক্ষাধিক টাকার শুকনো গাঁজা।সাথে আটক লরি চালক। ধৃতের নাম আপন দেববর্মা। তার বাড়ি খোয়াই লাঠিয়া বাড়ি এলাকায়।ঘটনা উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন ত্রিপুরা অসম সীমান্তে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবারও চুরাইবাড়ি থানার সামনের নাকা পয়েন্টে যানবাহন তল্লাশি চালাচ্ছিল সানীয় থানার পুলিশ।রাত আনুমানিক নয়টা নাগাদ AS01CC/0835 নম্বরের একটি ছয় চাকার লরি থানার নাকা পয়েন্টে আসলে পুলিশ যথারীতি ঐ লরিতে তল্লাশি চালায়।
তল্লাশি চালিয়ে লরির কেবিনের গোপন সান থেকে ৩৭ প্যাকেটে মোট ২৫৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
সাথে আটক করা হয় আপন দেববর্মা নামের লরি চালককে। এ মর্মে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রুটিন তল্লাশিতে উঠে আসে এই সাফল্য। বর্তমানে মামলা তদন্ত পক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত গাঁজার কালো বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ।সাথে এই গাঁজা গুলি আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও নিশ্চিত করেন।