পথচারী ও সাইকেল চালকদের নিয়ে সমীক্ষা শুরু পুণেতে
ত্রিপুরা, ৩০ নভেম্বর : শহরের বিভিন্ন রাস্তায় হাঁটাচলা করতে এবং সাইকেল চালাতে স্থানীয়দের কতটা অসুবিধা হচ্ছে তা জানতে এবার বিশেষ একটি সমীক্ষা চালানোর উদ্যোগ নেওয়া হল পুণেতে। ইনস্টিটিউট অফ ট্র্যান্সপোর্টেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি এবং পুণে পুর নিগম যৌথভাবে এই সমীক্ষাটি চালাবে বলেই ঠিক হয়েছে। শহরের ১১ টি গুরুত্বপূর্ণ রাস্তায় পথচারী এবং সাইক্লিস্টদের কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে, কতটা সহজভাবে তারা হাঁটতে বা সাইকেল চালাতে পারছেন সেই বিষয়েই এই সমীক্ষাটি চালানো হবে বলেই ঠিক হয়েছে। ‘পুণে ওয়াকিং অ্যান্ড সাইক্লিং অ্যাসেসমেন্ট’ নামের এই সমীক্ষাটির রিপোর্ট পুণে পুর নিগমে জমা দেওয়া হবে ১১ ডিসেম্বর পথচারী দিবসের দিনেই।
পুণের রাস্তায় পথচারীরা স্বাচ্ছন্দ্যভাবে হাঁটাচলা করতে পারছেন কিনা বা সাইকেল চালাতে পারছেন কিনা বা তাদের কী ধরনের ট্র্যাফিক সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেই বিষয়টি সামনে তুলে আনাই এই সমীক্ষার আসল লক্ষ্য।
তারপর সেই সমস্যার দীর্ঘমেয়াদি একটা সমাধান সূত্র বের করা হবে। আইটিডিপির ম্যানেজার প্রাঞ্জল কুলকার্নি বলেন, “তিন ধরনের সমীক্ষা চালানোর পরেই তার রিপোর্ট তৈরি করা হবে। একটি ডিজাইন (কীভাবে রাস্তার ডিজাইন করা যায়), পর্যবেক্ষণ (রাস্তা কীভাবে ব্যবহার হচ্ছে) এবং উপলব্ধি (নাগরিকদের কী বক্তব্য রয়েছে)। এর থেকে যে তথ্য পাওয়া যাবে তাতে নম্বর দেওয়া হবে এবং তার মাধ্যমেই এই বিষয়ে চূড়ান্ত একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে।