সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড

ত্রিপুরা, ৭ জুন : করমণ্ডল কাণ্ডের ৫ দিনের মাথায় সেকেন্দ্রাবাদ – আগরতলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। অল্পেতে রক্ষা পেলেন বি-ফাইভ শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে থাকা যাত্রীরা। ঘটনা ওড়িশার বেহেরামপুর স্টেশনের প্রথম প্ল্যাটফর্মে। ঘটনায় কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্টেশনে দ্রুত দাঁড় করানো হয় ট্রেনটিকে। আরপিএফ-এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যান্ত্রিক ত্রুটির কারণে বাতানুকুল কামরা থেকে ধোঁয়া বের হয় ওইদিন। রেল সূত্রে খবর ওড়িশার বেহেরামপুর স্টেশনে সেকেন্দ্রারাবাদ- আগরতলা এক্সপ্রেসে ১টি কোচে আগুন দেখতে পান যাত্রীরা। তার পরই শুরু হয় ছোটাছুটি। উত্তর সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, “এই ট্রেনটি দক্ষিণ-মধ্য রেলের। সেকেন্দ্রারাবাদ থেকে আগরতলা যাচ্ছিল। ওড়িশার ব্রহ্মপুর স্টেশনের কাছে বি-৫ কামরায় ধোঁয়া দেখা যায়। যাত্রীদের নামিয়ে কোচটি পরীক্ষা করা হয়।” পরে ট্রেনটি আবার গন্তব্যে রওনা দিয়েছে। হতাহতের কোনও খবর নেই। ঘটনার পর রেলের এক মহিলা যাত্রী অভিযোগের আঙুল তুলে রেল কর্মীদের দিকে। প্রশ্ন তোলেন রেলে যান্ত্রিক কোনো গোলযোগ রয়েছে কিনা আগে লক্ষ্য করা হয়নি কেন। যদিও পরবর্তী সময় সবকিছু খতিয়ে দেখা হয়। কিন্তু তারপরও মহিলা যাত্রীরা জানান এই ট্রেনে কিভাবে তারা রাত কাটাবে সে বিষয় নিয়ে তাদের মনে আতঙ্ক রয়েছে। রেলের এক আধিকারিক জানান রেলটি স্টেশনের প্রথম প্ল্যাটফর্মে পৌঁছানোর পর যাত্রীদের চিৎকার শুনে স্টেশন মাস্টার, এবং আরপিএফ জওয়ানরা ছুটে আসে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগায়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আতঙ্কের কোন কারণ নেই বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *