Feature NewsNewsত্রিপুরারাজনীতি

একাধিক কর্মসূচি সহ স্কিল মেলার উদ্বোধন

ত্রিপুরা , ২৮ সেপ্টেম্বর : একাধিক কর্মসূচি ও স্কিল মেলা উদ্বোধনে প্রথম বারের মতো উত্তর সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার সকাল এগারোটায় ট্রেন যোগে তিনি ধর্মনগর স্টেশনে এলে জেলার বিজেপি কর্মী সমর্থকরা ব্যান্ড পার্টি বাজিয়ে অভিনব ভাবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এরপর সোজা চলে যান যুবরাজ নগর ব্লকের বাগবাসা এলাকায়।

সেখানে কৃষি দফতরের উদ্যোগে ২০০ মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন ট্রানসিট গোডাউনের ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্ধোধন করেন।

পরে চলে আসেন। কদমতলা ব্লকের অধীন চুরাইবাড়ি মাতা বিশ্বেশ্বরী সেবা আশ্রমে। এসে মাতা বিশ্বেশ্বরী মায়ের পূজো দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে উত্তর ফুলবাড়ি সংখ্যালঘু ছাত্রী নিবাসের পঞ্চাশ বেড বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন। পরে বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের দ্বারোদঘাটন সেরে ছাত্র ছাত্রীদের সাথে আলাপচারিতা করেন। তারপর সোজা চলে যান কদমতলা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *