কাশ্মীরে আবারও জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিকেরা
ত্রিপুরা , ২৬ সেপ্টেম্বর : জম্মু-কাশ্মীরে আবারও জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিকেরা। শনিবার পুলওয়ামার খারপোরা রাতনিপোরায় দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জানা গিয়েছে, ওই শ্রমিকদের বাড়ি বিহারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তাঁদের অবস্থা স্থিতিশীল। আহতদের নাম শামসাদ এবং ফয়জান কাসরি। তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। এলাকায় তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। এখনও ধরা পড়েনি হামলাকারীরা। কোনও জঙ্গি সংগঠন এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি।২০১৯ সালের অক্টোবর থেকে জম্মু -কাশ্মীরে বার বার আক্রান্ত হয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। গত মাসেই কাশ্মীরের বান্দিপোরায় এক পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি…