Feature Newsfleshত্রিপুরারাজনীতি

কেন্দ্রীয় সরকার দেশের পিছিয়ে পড়া অংশের জনগণের কল্যাণে কাজ করছে : কেন্দ্রীয় প্রতি মন্ত্রী

ত্রিপুরা, ৬ জানুয়ারি : কেন্দ্রীয় সরকার দেশের পিছিয়ে পড়া অংশের জনগণের কল্যাণে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেরও জাতি, জনজাতি, অন্যান্য পশ্চাদপদ শ্রেণী ও সংখ্যালঘু অংশের জনগণের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন। সারা দেশে সবকা সাথ, সবকা বিকাশ নীতিতে এই সমস্ত প্রকল্প রূপায়িত হচ্ছে। গুর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আজ কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আটাওয়ালে একথা বলেন। তাঁর কথায়, ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত ত্রিপুরার তপশিলি জাতিভুক্ত ২১ হাজার ৪৬২ জন ছাত্রছাত্রীকে পোস্টমেট্রিক স্কলারশিপ দেওয়া হয়েছে। এজন্য ৪২.২২ কোটি টাকা ব্যয় হয়েছে। ১০ হাজার ছাত্রছাত্রীকে প্রিমেট্রিক স্কলারশিপ দেওয়া হয়েছে। এজন্য ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। তেমনিভাবে অন্যান্য অংশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নেও কেন্দ্রীয় সরকার সমভাবে কাজ করে গেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনধন যোজনায় ২০১৪ সাল থেকে ত্রিপুরার ৯ লক্ষ ৪২ হাজার দুঃস্থ পরিবারকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ত্রিপুরার ২৩ লক্ষ ৭৯ হাজার দুঃস্থ ব্যক্তিকে স্বল্প সুদে ঋণ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ২ লক্ষ ৮৪ হাজার পরিবারকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় ১ লক্ষ ৯৩ হাজার পরিবার সুবিধা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *