Feature NewsfleshNewsভারত

গঙ্গায় কমছে জল ! উদ্বেগজনক রিপোর্ট বিশ্ব আবহাওয়া সংস্থার

ত্রিপুরা, ১ ডিসেম্বর : কমে যাচ্ছে গঙ্গার জল। বিশ্ব আবহাওয়া সংস্থার একটি রিপোর্টে বলা হয়েছে, ২০০২ থেকে ২০২১ সালের মধ্যে গঙ্গায় প্রাপ্ত জল এবং নদী অববাহিকায় ভূগর্ভস্থ জলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একই পরিস্থিতি অন্য জায়গাতেও বিশ্ব আবহাওয়া সংস্থার তরফে স্টেট অফ গ্লোবাল ওয়াটার রিসোর্সেস ২০২১ রিপোর্টে বলা হয়েছে, এই পরিস্থিতি অন্য বেশ কয়েকটি জায়গাতেও দেখা গিয়েছে।

কয়েকটি গ্লোবাল হটস্পট চিহ্নিত করা হয়েছে।

সেই তালিকায় রয়েছে সিন্ধু অববাহিকা, সাও ফ্রান্সিসকো নদীর অববাহিকা, প্যাটোগোনিয়া এবং দক্ষিণ-পশ্চিম মার্কিন অববাহিকা। তবে এর বিপরীত চিত্র অর্থাৎ ভূগর্ভস্থ জলের পরিমাণ বেড়েছে তাও লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে রয়েছে নাইজার বেসিন এবং উত্তর আমাজন বেসিন। তবে ইতিবাচক প্রবণতার থেকে নেতিবাচক প্রবণতাই বেশি বলেও মন্তব্য করা হয়েছে সেই রিপোর্টে। কোথায় কত জল রয়েছে কোথায় কত জল সঞ্চিত রয়েছে তার..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *