Feature Newsত্রিপুরাবিশ্বভারত

চাতলাপুর হয়ে ইলিশ যাচ্ছে ত্রিপুরায়

ত্রিপুরা, ২ নভেম্বর : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্কস্টেশন দিয়ে ইলিশ মাছ যাচ্ছে ভারতের ত্রিপুরা। চলতি মাসে এই স্থল শুল্কস্টেশন দিয়ে ১১ হাজার ৬২৫ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে। সর্বশেষ গত শুক্রবার দুপুরে বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান বিডিএস করপোরেশন ভারতের ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজের কাছে ৪ হাজার ৭২৫ কেজি ইলিশ মাছ রফতানি করেছে।

এর আগে এই একই প্রতিষ্ঠান মনিকা এন্টারপ্রাইজের কাছে ২ হাজার ৯৫০ কেজি ইলিশ রফতানি করেছিল।

বাংলাদেশের আমদানী-রফতানিকারক প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজ ভারতের কৈলাশহরের ব্যবসায়ী আব্দুল মুহিতের কাছে প্রতিকেজি ৮ ডলার মূল্যে ৪ হাজার কেজি ইলিশ রফতানি করেছে। জারা এন্টারপ্রাইজের পরিচালক জসিম উদ্দিন এবং বিডিএস কর্পোরেশনের প্রতিনিধি সোহেল চৌধুরী বলেন, এ পথ দিয়ে আরও ইলিশ মাছ রফতানির সম্ভাবনা রয়েছে। চাতলাপুর স্থল শুল্কস্টেশনের পরিদর্শক বাবলু সিনহা জানান, এ স্থল শুল্কস্টেশন দিয়ে ইলিশ রফতানির নতুন দ্বার উন্মোচিত হয়েছে। গত এক সপ্তাহে এই ষ্টেশন দিয়ে ১১ হাজার কেজির অধিক ইলিশ রফতানি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *