Feature NewsfleshNewsত্রিপুরা

চা শ্রমিকদের বাগান হস্তান্তরে খুশি

ত্রিপুরা, ১৮ নভেম্বর : দীর্ঘ ১২ বছর পর চা বাগান ফিরে পেল চা শ্রমিকরা। বিগত বাম সরকারের আমলে অর্থাৎ ২০০৭ সালে কমলাসাগর বিধানসভার সেকেরকোট মালাবতি চা বাগানের চা শ্রমিকরা চা বাগানের কাছ থেকে বঞ্চিত হয়েছিল তখন চা বাগানের মালিক পক্ষ এবং সরকার পক্ষের মামলা হয় আদালতে।

গত ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মালাবতি চা বাগানের শ্রমিকরা সেকেরকোট পঞ্চায়েত এবং কমলাসাগর মন্ডলের দারস্থ হয়েছিল তারপর সেকেরকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি দে, কমলা সাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, ৪৩ নং বুথের সভাপতি খোকন সাহা সহ আরো বেশ কয়েকজন সমাজ সেবকরা চা বাগানের শ্রমিকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর সাথে এক সাক্ষাতে মিলিত হয়ে চা বাগানের শ্রমিকদের সমস্ত দুঃখ দুর্দশা কথা জানিয়েছিলেন। আজ সেই বিবেচনাই মালাবতীর চা বাগানের শ্রমিকদের জন্য খুশির আবহাওয়া নিয়ে আসে। চলতি বছরের ৩১ মে এক নির্দেশিকা জারি করে রাজ্য সরকারের পক্ষ থেকে। শুধু তাই নয় ২০১৮ নির্বাচনের পর সরকার ক্ষমতায় আসার পরে তাদের স্থায়ী বাসস্থানের জমির পাট্টা পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায় সেটিও বর্তমানে চা শ্রমিকরা পেতে চলেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *