Feature NewsfleshTrending Newsভারত

দেশে মূল্যবৃদ্ধি ঠেকাবে রিজার্ভ ব্যাঙ্ক

ত্রিপুরা , ২১ সেপ্টেম্বর : দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনের দায়িত্ব দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কে । এব্যাপারে কেন্দ্র নতুন করে বিশেষ কোন পদক্ষেপ নেবেনা । তবে রাজ্যস্তরে ব্যবস্থা গ্ৰহন করতে বলা হবে রাজ্যগুলিকে । রিজার্ভ ব্যাঙ্ক কে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন সিদ্ধান্ত নিতে পারবে ।

সোজা কথায় , মুল্য বৃদ্ধি ঠেকাতে কার্যত হাত তুলে নিল মোদি সরকারের অর্থমন্ত্রক ।

এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে , কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর বিশেষ কিছু করার প্রয়াস নেওয়া হবেনা । সব দায় চাপানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের উপর । আগামী ২৮ – ৩০ সেপ্টেম্বর বৈঠকে বসবে ব্যাঙ্কের নীতি নির্ধারণ কমিটি । আগামী ১০ অক্টোবর থেকে বাজেট প্রস্তুতি শুরু হবে । তার তোড়জোড় চলছে পুরোদমে । কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে কোন বৈঠক বা পদক্ষেপের পরিকল্পনা আপাতত মোদি সরকারের নেই । কেন্দ্রীয় মন্ত্রকের মন্তব্য , বহু রাজ্যে পাইকারি বাজারের যতটা না দাম বাড়ছে , সেই তুলনায় খুচরো পন্যে মূল্যবৃদ্ধি অনেক বেশি । আগস্টে মূল্যবৃদ্ধির হার হয়েছে ৭ শতাংশ । সুতরাং সাধারণ মানুষের উপর ইএমআইয়ের বোঝা চাপিয়েও রেহাই দিতে পারছেনা রিজার্ভ ব্যাঙ্ক ।

Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *