Feature NewsfleshNewsত্রিপুরা

বিমানবন্দরে ফের চালু প্রিপেইড অটো ট্যাক্সি

ত্রিপুরা, ২৬ এপ্রিল : অবশেষে সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে মঙ্গলবার থেকে পুনরায় আগরতলা এমবিবি বিমানবন্দরে প্রিপেইড অটো ট্যাক্সি ফোর হুইলার গাড়ির যাত্রী পরিষেবা চালু হল। মঙ্গলবার বিকাল তিনটে নাগাদ রাজ্যের পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী আয়োজিত এক অনুষ্ঠানে প্রিপেইড যাত্রী পরিষেবা চালু করলেন। সুশান্ত চৌধুরী পরিবহণমন্ত্রী হওয়ার পর বিমানবন্দরে অটো অসন্তোষে বন্ধ হয়ে থাকা প্রিপেইড অটো ও ফোর হুইলার গাড়ির যাত্রী পরিষেবা চালু করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। গত কিছুদিন ধরে। সমস্যা সমাধানে বারকয়েক বৈঠক হবার পর, সোমবার বিমানবন্দরের পুরানো টার্মিনাল ভবনের কনফারেন্স হলে পরিবহণ দপ্তর, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী চূড়ান্ত বৈঠক সম্পন্ন করেন। বৈঠকে আলোচনার পর পরিবহণমন্ত্রী সিদ্ধান্ত নেন মঙ্গলবার থেকেই প্রিপেইড অটো ও ফোর হুইলার গাড়ির যাত্রী পরিষেবা চালু করা হবে। বৈঠকে বিভিন্ন অটো শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর তৎকালীন পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রিপেইড অটো ফোর হুইলার গাড়ির যাত্রী পরিষেবার উদ্বোধন করেছিলেন। তারপর পাঁচদিন না যেতেই ২ অক্টোবর সপ্তমী পুজোর দিন সিএনজি গ্যাসের মূল্য আচমকা কিছুটা বৃদ্ধি পাওয়ায় তার প্রতিবাদে পরিবহণ দপ্তরকে না জানিয়ে ও দপ্তরের সঙ্গে আলোচনা না করেই অটোচালকরা একতরফা সিদ্ধান্ত নিয়ে সেদিন থেকে প্রিপেইড যাত্রী পরিষেবা বন্ধ করে দেন। তারপর ৬ মাস প্রিপেইড যাত্রী পরিষেবা বন্ধ থাকার পর দ্বিতীয় বিজেপি মন্ত্রিসভার নতুন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরীর ঐকান্তিক চেষ্টায় এই পরিষেবা আবারো চালু হল। এটা রাজ্য সরকারেরই একটা সাফল্য বলেই মনে করছেন সচেতন নাগরিকরা। প্রসঙ্গত আগরতলা এমবিবি বিমানবন্দরের গুরুত্ব এখন দিনদিন আরও বাড়ছে। বিমানবন্দরে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *