Feature NewsfleshNewsবিশ্ব

যানজট এড়াতে প্যারিসের আকাশে গণপরিবহণ হিসাবে উড়বে ড্রোন ট্যাক্সি

ত্রিপুরা, ১৩ নভেম্বর : আমেরিকায় ইতিমধ্যে উড়ন্ত ট্যাক্সির ট্রায়াল রান সফল হয়েছে। আসন্ন বড়দিনে আমেরিকার বাজারে সম্ভবত চলে আসবে ফ্লায়িং কার। ফ্রান্স আরও বড় চমক দিতে। চলেছে। মাত্র বছর দুয়েকের প্রতীক্ষা। তার পরেই প্যারিসের আকাশে গণপরিবহণ হিসাবে উড়বে ড্রোন ট্যাক্সি। একে অনেকে উড়ন্ত ট্যাক্সিও বলছেন। চড়ে বসলেই হল, যানজটের কোনও চাপ নেই।

জার্মানির মোটর সংস্থা ‘ভোলোকপ্টার’ তৈরি করেছে এই উড়ন্ত ট্যাক্সি।

সম্প্রতি তারা নিজেদের উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক অভিযানে সফল হয়েছে। এই ট্যাক্সি দেখতে অনেকটা ড্রোনের মতো। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী শহর প্যারিসের উপকণ্ঠে ট্যাক্সির ডানা মেলেছে। এই যানটির পোশাকি নাম ভলোকপ্টার এয়ারক্রাফ্ট, যার মাথায় বসানো আছে আটটি রোটর (পাখা)। ফলে এই যান দেখতে অনেকটা অতিকায় ড্রোনের মতো। প্যারিসের উপকণ্ঠে পন্টোয়েস- কোরমেইলেস এয়ারফিল্ড থেকে বোর্ডে দুই জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার উড়েছে এই যানটি। নিরাপত্তার কারণে ড্রোন ট্যাক্সির চারপাশে নজরদারি..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *