Feature Newsত্রিপুরাভারতরাজনীতি

রাজ্যের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতিতে মুগ্ধ উপরাষ্ট্রপতি

ত্রিপুরা, ৩০ নভেম্বর : ঝটিকা সফরে রাজ্যে এলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সঙ্গে পত্নী সুদেশ ধনকর। আজ সকালে বায়ুসেনার বিমানে এমবিবি এয়ারপোর্টে আসার পর তাঁকে অভ্যর্থনা জানান, রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য। সেইসাথে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

বিমানবন্দরে সংবর্ধনা পর্ব শেষ করে তিনি চপারে করে চলে যান উদয়পুরে।

সেখানে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন। সেখানে সস্ত্রীক উপরাষ্ট্রপতির সাথে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়ক বিপ্লব ঘোষ সহ অন্য নেতৃবৃন্দ। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর ঘুরে দেখেন মন্দির চত্বরে গড়ে উঠা নবনির্মিত মন্দিরের পরিকাঠামো। এর পর সেখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি বলেন, পবিত্র এই শক্তিপীঠ মানবতার জন্য মহানুভবতা এবং কল্যাণ উৎপন্ন করে। এই প্রাচীন মন্দিরটি একটি সুচিন্তিত, বিশাল উন্নয়নের রূপ নিচ্ছে। সেখান থেকে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *