Feature NewsfleshNewsভারত

৫ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে চুরু, দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে জম্পেশ ঠাণ্ডা

ত্রিপুরা, ১৪ ডিসেম্বর : প্রবল ঠাণ্ডায় কাঁপছে রাজস্থানের চুরু জেলা। আগের রাতে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাতে চুরুই ছিল রাজস্থানের মধ্যে সবচেয়ে শীতল স্থান। রাজস্থানের যোধপুর বিভাগের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল এবং বাকি বিভাগগুলিতে প্রায় স্বাভাবিক ছিল।

রাজস্থানের সিকারের ফতেহপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি।

তুলনামূলকভাবে করাউলিতে রাতের তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি, চিতোরগড়ে ৭.৪ ডিগ্রি, পিলানিতে (ঝুনঝুনুতে ৭.৭ ডিগ্রি), সাঙ্গারিয়াতে (হনুমানগড়) ৮.৯ ডিগ্রি এবং বনস্থলী এবং সিকারে ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, জম্পেশ ঠাণ্ডায় কাঁপছে দিল্লি-সহ সমগ্র উত্তর ভারত। সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা রবিবারের তুলনায় কম। দূষণ অবশ্য এখনও কমেনি দিল্লিতে। শীতের শিরশিরানির মধ্যেই সোমবার সকালে দিল্লির বাতাস ছিল অস্বাস্থ্যকর ! এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০১, যা খারাপ পর্যায়েই পড়ে। এদিকে, তাপমাত্রার পারদ নামতেই কুয়াশাও বাড়ছে রাজধানীতে, ফলে ধোঁয়াশা আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *