অক্টোবরের শুরুতেই দিল্লিতে ডেঙ্গুতে সংক্রমিত ৩২১, চিন্তা বাড়াচ্ছে মশাবাহিত এই রোগ
ত্রিপুরা, ১১ অক্টোবর : রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপে রাশ টানাই যাচ্ছে না। সেপ্টেম্বর মাসে দেশের রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছিলেন ৬৯৩ জন, অক্টোবর মাসের প্রথম ৫-দিনেই এই সংখ্যা ৩২১। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ১,২৫৮টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছে, তবে স্বস্তির বিষয় হল কারও মৃত্যু হয়নি।
দিল্লিতে কিছুতেই কমানো যাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব।
জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, অক্টোবর মাসের প্রথম ৫ দিনেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩২১ জন। সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে অক্টোবর মাসের প্রথম ৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২১ জন। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১,২৫৮, যদিও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দুজনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে।