Feature NewsNewsএই মুহূর্তেত্রিপুরা

অগ্নিকাণ্ডে নিঃস্ব স্বামীহারা দুই সন্তানের জননী

ত্রিপুরা, ২৭ অক্টোবর : অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হয়ে পড়ল স্বামীহারা দুই সন্তানের মা এক গৃহিনী। ঘটনাটি ঘটে কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায়। জানা যায় তার নাম পূর্ণিমা দেবনাথ।

এক কন্যা ও পুত্র সন্তানকে নিয়ে একমাত্র সম্বল এ বাড়িতে বসবাস করছিলেন দরিদ্র পূর্ণিমা দেবী।

বুধবার রাত আটটা নাগাদ হঠাৎ করে স্থানীয়রা দেখতে পায় আগুনের লেলিহান শিখা । মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। এলাকার লোকজন তড়িঘড়ি ছোটাছুটি করে আগুন নেভানোর কাজে সঙ্ঘবদ্ধভাবে নেমে পড়ে। খবর দেওয়া হয় কল্যাণপুর দমকল কর্মীদের। দমকল..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *