Feature NewsNewsভারতরাজনীতি

অগ্নিগর্ভ মণিপুর, দেখা মাত্র গুলির নির্দেশ রাজ্য সরকারের

ত্রিপুরা, ৫ মে : অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখা মাত্রই গুলির নির্দেশ জারি হয়েছে। আজ বৃহস্পতিবার মণিপুরের রাজ্যপাল সুশ্ৰী অনুসুইয়া উকি এই আদেশ জারি করেছেন। সিআরপিসি ১৯৭৩-এর অধীনে মণিপুরের স্বরাষ্ট্র দফতরের কমিশনার টি রঞ্জিত সিং রাজ্যপালের পক্ষে এই আদেশ জারি করেছেন। প্রসঙ্গত, মণিপুর রীতিমতো জ্বলছে। হিংসাজর্জর আটটি জেলায় সেনা বাহিনী নামানো হয়েছে। খবরে প্রকাশ, গতকাল রাতে সংগঠিত সহিংসতায় ১১ জন সাধারণ মানুষ আহত হওয়ার পাশাপাশি কাংপোকপি জেলার সাইকুলে নিরাপত্তারক্ষীর গুলিতে মারা গেছেন দুই আন্দোলনকারী। এ ঘটনার পর আগুনের ওপর ঘি – পড়ার অবস্থা হয়েছে রাজ্যে। হিংসাজর্জর এলাকায় ফ্ল্যাগমার্চ করছে সেনাবাহিনী। এছাড়া সহিংসতার শিকার চার হাজারের বেশি ক্ষতিগ্রস্ত বাসিন্দা এখন সেনাবাহিনীর আশ্রয়ে রয়েছেন। এদিকে, মণিপুরের..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *