অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না অমিতাভ বচ্চনের নাম-কণ্ঠ-ছবি নির্দেশ দিল্লি হাইকোর্টের
ত্রিপুরা, ২৭ নভেম্বর : অমিতাভ বচ্চনের অনুমতি ছাড়া তার ছবি, কণ্ঠ বা নাম ব্যবহার করা যাবে না আর। শুক্রবার দিল্লি হাইকোর্ট এই মর্মে রায় দিয়েছে। এমনকী অনুমতি না নিয়ে অভিনেতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকেও ফুটিয়ে তুলতে পারবেন না কেউ। জানা গিয়েছে, নিজের ভাবমূর্তি রক্ষার অধিকার চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিগ বি। বিচারপতি নবীন চাওলার বেঞ্চে উঠে তার মামলা।
বিচারপতি এদিন বলেন, “মামলাকারী অতি পরিচিত মুখ। একাধিক বিজ্ঞাপনে তাকে দেখা যায়। কিছু লোক তার কণ্ঠ, ছবি, নাম এবং চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে মুনাফা লাভের চেষ্টা করছেন।
বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা দরকার।’ আদালতের তরফে এও জানানো হয়েছে যে এই রায় দান না করলে অমিতাভ বচ্চনের বড়সড় ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছিল। তার ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। টেলিকম সার্ভিস প্রোভাইডারদের জন্যও একটি নির্দেশকা দিয়েছে দিল্লি হাইকোর্ট। বরিষ্ঠ আইনজীবী হরিশ সালভে, আইনজীবী প্রবীণ আনন্দ, অমিত নায়েক এবং মধু গাদোরিয়া অমিতাভ বচ্চনের হয়ে সওয়াল করেছিলেন। সালভে এদিন আদালতে দাঁড়িয়ে বলেন, ‘অল ইন্ডিয়া সিম কার্ড হোয়াটসঅ্যাপ লাকি ড্রর হোল্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে অমিতাভ বচ্চন এবং মুকেশ আম্বানির নাম।’ তিনি জানান, এই গোটা বিষয়টি আসলে প্রতারণা। আর সেই ক্ষেত্রে অমিতাভ বচ্চনকে না জানিয়ে তার নাম ব্যবহার করা হয়েছে। আইনজীবী আরও কিছু উদাহরণ দিয়ে বলেন, ‘কেউ অমিতাভ বচ্চনের মুখ ব্যবহার করে টিশার্ট বানাচ্ছেন। কেউ তার পোস্টার বিক্রি করছেন। কেউ তো সব মাত্রা ছড়িয়ে নামের ডোমেইন রেজিস্টার করে নিয়েছেন। এই কারণেই আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।’ বিগ বি চেয়েছিলেন তার নাম, কণ্ঠ, ছবি এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য যাতে অনুমতি ছাড়া কেউ ব্যবহার না করতে পারেন। তার আইনজীবীরা অভিযোগ করেন যে বেশ কিছু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার কৌন বনেগা ক্রোড়পতি এবং সঞ্চালক অমিতাভের নাম নিয়ে বেআইনিভাবে লটারির ব্যবসা করছিলেন।