অপরাধ দমনে শহরে পুলিশের বিশেষ ব্যবস্থা
ত্রিপুরা, ২২ মে : আগরতলা শহর শহরতলী সহ রাজ্যের সর্বত্র অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের লক্ষে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অঙ্গ হিসেবে আগর তলা শহর এলাকার পুলিশে নাকা পয়েন্ট গুলিতে রাত্রি কালীন চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে চুরি ডাকাতির ছিনতাই সহ নানা অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাতে পুলিশে প্রশাসনের অস্তিত্ব নিয়ে নানামহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। উদ্ভূত ও পরিস্থিতিতে পুলিশ নড়েচড়ে বসেছে। শনিবার রাতে আগরতলা শহর এলাকার নাকা পয়েন্টগুলিতে বিশেষ তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানোর সময় বেশকিছু সংখ্যক যানবাহন ও বাইক আটক করে তাদের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। শুধু তাই নয় মাদক পান করে যেসব চালক যানবাহন ও দ্বিচক্র যান চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। শনিবার রাতে এ ধরনের অভিযানে অংশগ্রহণ করেন পশ্চিম জেলার জেলা পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক সহ বিভিন্ন থানার ওসি ও পদস্থ পুলিশ আধিকারিকরা। চেকিং চলাকালে কিছু সংখ্যক উশৃংখল লোকজন পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সাথে অশালীন আচরণ করে। বাধ্য হয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনানব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। রাত্রিকালীন পুলিশের চেকিং এ রাজধানীর বিভিন্ন নাকাতে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে এবং সদর এডিপিও আশীষ দাশগুপ্ত। তারা জানিয়েছেন রাত্রিকালীন এ ধরনের বিশেষ তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।