Feature Newsfleshএই মুহূর্তেভারত

অযোধ্যার লক্ষ্য রেকর্ড! ১২ লক্ষ প্রদীপ জ্বলবে দীপাবলিতে

ত্রিপুরা, ১১ অক্টোবর : গিনেস বুকে নাম তুলতে চায় বাম জন্মভূমি। উত্তরপ্রদেশ সরকারের আশা, এ বছর দীপাবলিতেই সেই ইচ্ছে পূরণ হবে। যোগী আদিত্যনাথের সরকার এ বছর তাঁদের ষষ্ঠতম দীপোৎসব পালন করতে চলেছে অযোধ্যায়। প্রতি বারের মতো এ বারও রাম কি পৈদি ঘাটের দু’পারে জ্বলবে লক্ষ লক্ষ মাটির প্রদীপ।

তবে রেকর্ড গড়ার লক্ষ্যে এ বার ১২ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হবে অযোধ্যায়।

সেই প্রদীপ জ্বলবেও আরও বেশি ক্ষণ ধরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রয়োজনে মাটির প্রদীপে বেশি তেল ঢালতেও কসুর করবে না উত্তরপ্রদেশ সরকার। অযোধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দীপোৎসবের প্রস্তুতি। ২৪ অক্টোবর কালীপুজো। তার আগে ২২ অক্টোবর থেকেই দেশজুড়ে শুরু হবে দীপাবলির উৎসব। অযোধ্যায় যোগী সরকার দীপোৎসব পালন করবে ২৩ অক্টোবর সন্ধ্যায়। যে মাটির পাত্রে প্রদীপ জ্বালানো হবে, ইতিমধ্যেই তা রাম কি পৈদি ঘাটে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *