অস্ত্রের মুখে চেইন ছিনতাই’র চেষ্টা
ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : স্বর্ণের চেইন পরিষ্কার করার নাম করে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অপরিচিত এক মহিলা। ঘটনাটি ঘটে বিশালগড় থানার অন্তর্গত অরবিন্দ নগর এলাকায়। আহত মহিলার নাম সাগরিকা বেগম। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত অরবিন্দ নগর এলাকার সাগরিকা বেগম নামে এক মহিলার বাড়িতে যায় এক অপরিচিত মহিলা, তারপর স্বর্ণের চেইন পরিষ্কার করার কথা বলে,
কিন্তু সাগরিকা বেগম স্বর্ণের জিনিস নেই বললে, সাথে সাথেই ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অপরিচিত মহিলা।
যার ফলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে আহত মহিলা। পরবর্তী সময়ে ওই মহিলার চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে । মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখে বিশালগড় মহাকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক পাঠিয়ে দেই জিবি হাসপাতালে। জানা গেছে এই ব্যাপারে বিশাল গড় থানায় একটি অভিযোগ জানানো হবে। অন্যদিকে এলকাবাসীদের বক্তব্য এই অপরিচিত মহিলা ছেলে ধরাও হতে পারে, আবার অনেকের বক্তব্য ওই অপরিচিত মহিলা ছিনতাইয়ের উদ্দেশ্যেও আসতে পারে। তবে গোটা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ৷