Feature Newsএই মুহূর্তেবিশ্বভারত

অ্যাপেলের ঝটকায় কুপোকাত হতে পারে চিন! বড় লাভের মুখ দেখতে পারে ভারত

ত্রিপুরা, ৩১ অক্টোবর : আইপ্যাড এবং ম্যাকবুক ল্যাপটপের ১০ শতাংশই চিনে তৈরি। এই আবহে চিনের ওপর তাদের উৎপাদন নির্ভরশীলতা কমাতে চায় অ্যাপেল। এছাড়াও, চিনে কোভিডের পরিপ্রেক্ষিতে অনেক শহরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার কারণে এই সংস্থাগুলিও ক্ষতিগ্রস্থ হচ্ছে। কোভিড-১৯ নিয়ে চিনে নতুন করে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিগত কয়েক সপ্তাহে। এই আবহে বিখ্যাত টেক কোম্পানি অ্যাপেল চিনের বাইরে ব্যবসা স্থানান্তরের কথা ভাবছে।

“দ্য ওয়াল স্ট্রিট জার্নাল”-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন সংস্থাটি তার কিছু চুক্তি ভিত্তিক উৎপাদককে বলেছে যে তারা চিনের বাইরে তাদের উৎপাদন বাড়াতে চায়।

এই প্রতিবেদনে বলা হয়েছে যে সংস্থাটি এর জন্য ভারত এবং ভিয়েতনামের মতো দেশে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় কোম্পানি অ্যাপেল কেন এমন সিদ্ধান্ত নিল? এ বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। আসলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে চিন পরোক্ষভাবে রাশিয়াকে সাহায্য করছে। এরপর অনেক পশ্চিমা কোম্পানি চিনের ও পর তাদের উৎপাদন নির্ভরশীলতা কমাতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *