অ্যাপে টাকা রাখলেই গায়েব! ৯০৩ কোটির প্রতারণা চক্রের খোঁজ পেল পুলিশ
ত্রিপুরা, ১৪ অক্টোবর : সামান্য টাকা বিনিয়োগ করলেই কয়েক বছর বাদেই হাতে পাবেন প্রায় দ্বিগুণ টাকা ITS এমনটাই টোপ দেওয়া হত গ্রাহকদের। যাঁরাই ভরসা করে টাকা রাখতেন বিনিয়োগ অ্যাপে, দিন কয়েকের মধ্যেই তারা খুইয়ে ফেলতেন বিনিয়োগের সমস্ত টাকা। এমনই এক প্রতারণা চক্রের খোঁজ পেল হায়দরাবাদ পুলিশ।
শুধু তেলঙ্গানা নয়, দেশের একাধিক রাজ্যেই ছড়িয়ে পড়েছিল প্রতারণা চক্র।
ভারতের বাইরে চিন, তাইওয়ান, কম্বোডিয়া ও মধ্য প্রাচ্যেও ছড়িয়ে পড়েছিল এই প্রতারণার জাল। তদন্তে নেমে পুলিশ। এখনও অবধি ১০৩ কোটি টাকার প্রতারণার খোঁজ মিলেছে। একজন চিন ও তাইওয়ানের নাগরিক সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। করোনাকালে আর্থিক সঙ্কটে যখন ভুগছিল দেশের একটি বড় অংশই। সেই সময়ই মাথাচাড়া দিয়ে উঠেছিল একাধিক প্রতারণার ব্যবসাও। এই প্রতারণা চক্রও সেই সময়েই গড়ে উঠেছিল। অনলাইন বিনিয়োগ আপের আড়ালেই চলত প্রতারণা চক্র। বিনিয়োগকারীদের অল্প সময়ে টাকা প্রায় দ্বিগুণ করে দেওয়ার টোপ দিয়েই অ্যাপে টাকা রাখতে বাধ্য করা হত। এরপর সেই টাকা ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে বিদেশে বেআইনিভাবে পাচার করে দেওয়া হত আইনি ফাঁক-ফোকরকে কাজে লাগিয়ে। হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, দেশের প্রায় কয়েক লক্ষ মানুষ প্রতারিত হয়েছেন। শুধুমাত্র দিল্লিতেই ১০ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে। মোট প্রতারণার অঙ্ক হাজার..