Feature Newsঅন্যান্যএই মুহূর্তেবিশ্ব

আইয়ান ঝড়ে ফ্লোরিডায় বিদ্যুৎ ছিন্ন ২০ লক্ষ

ত্রিপুরা, ১ অক্টোবর : ঘূর্ণিঝড় আইয়ান কিউবায় আঘাত হেনে দেশটির বিদ্যুতের তার ছিঁড়ে খুঁটি উপড়ে দ্বীপরাষ্ট্রকে অন্ধকার বানিয়ে মার্কিনযুক্তরাষ্ট্রে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আঘাত হানলি। আইয়ান ঘূর্ণিঝড়কে ক্যাটেগার ৪ ° মাত্রার বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার। এই ঝড়ে ফ্লোরিডার ২০ লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসিটি ভি, ফ্যান, রেফ্রিজারেটর সব বন্ধ। গিজার, এয়ার কুলার সব নিষ্ক্রিয়।

ঘন্টায় ২৪০ কিলোমিটার গতিতে আঘাত হানে ঝড় আইয়ান।

ফলে তীব্র ঢেউ সমুদ্র থেকে উঠে জনপদে প্লাবন ঘটিয়েছে। সঙ্গে রয়েছে প্রবল বাতাস ও ঝড় ফ্লোরিডা অঙ্গ রাজ্য সমুদ্রের তীরে। বুধবার বিকালে ফোর্ট মায়ার্স শহরের কাছে ঘন্টায় সর্বোচ্চ ২৪১ কিলোমিটার গতিতে স্থলে আছড়ে পরেছে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ঝড়ের গতিপথে থাকা লোকজনকে ‘খারাপ সময়ের জন্য’ প্রস্তুত হতে সতর্কতা দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষীদের একটি দল ঝড়ের সময় জাহাজ ডুবিতে নিখোঁজ ২৩ অভিবাসীকে খুঁজছে। ফ্লোরিডায় আইয়ান ঘূর্ণিঝড়ে মৃত্যু সংবাদ নেই। কিউবায় দুইজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *