Feature Newsfleshঅন্যান্যত্রিপুরা

আই জি এম’র লিফট অচল

ত্রিপুরা, ১৮ অক্টোবর : আগরতলার আই জি এম হাসপাতাল অন্যতম ব্যস্ততম একটি হাসপাতাল। প্রধান এই হাসপাতালের নতুন বিল্ডিং এর লিফটটি সবচেয়ে বেশি দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। আর সেই লিফটি এখন অচল হয়ে পড়ে রয়েছে। এতে সমস্যায় পড়েছে হাসপাতাল কর্মী থেকে শুরু করে রোগীরাও। জানা গেছে, এই লিফটটি রবিবার থেকে অচল হয়ে থাকলেও সোমবার পর্যন্ত তা সারাইয়ের কোন উদ্যোগ নেই। যদিও অপর আরেকটি লিফট ব্যবহার করা হচ্ছে। অভিযোগ এই লিফটি প্রায় সময় অচলে হয়ে পড়ে থাকে। যদিও হাসপাতালের জনৈক কর্মী জানান, এই ব্যাপারে হাসপাতাল প্রশাসনের কাছে জানানো হয়েছে।

কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ বলে গুরুতর অভিযোগ উঠে।

যদি আরেকটি লিফট থাকাতে ইমার্জেন্সি রোগীরা কোনোরকম যাতায়াত করছে। অভিযোগ যদি এই লিফটিও কোনো কারণে অচল হয়ে পড়ে তাহলে সংশ্লিষ্ট বিল্ডিং অবস্থানরত রোগীরা বেহাল সমস্যায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না। কারণ একটা গুরুত্বপূর্ণ হাসপাতালের বিল্ডিংয়ে একটিমাত্র লিফট যথেষ্ট নয়। হাসপাতালের রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা এবং এমন কি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স সহ বিভিন্ন কর্মীরাও চাইছেন অতি দ্রুত যাতে এই লিফটির সারাই করা হয়। দেখার বিষয় এই অচল লিফটটি কত দ্রুত সারাই করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *