Feature Newsত্রিপুরাপূর্বোত্তরভারত

আকাশপথে জুড়তে চলেছে কলকাতা-অরুণাচল ২৮শে

ত্রিপুরা, ১১ নভেম্বর : আকাশপথে জুড়তে চলেছে অরুণাচল প্রদেশ ও কলকাতা। ২৮ নভেম্বর থেকে চালু হচ্ছে অরুণাচল প্রদেশের ইটানগর হলোঙ্গি ও কলকাতার বিমান পরিষেবা। ইটানগর থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী হলোঙ্গিতে তৈরি হয়েছে ডোনি পোলো বিমানবন্দর। নতুন এই বিমানবন্দর তৈরিতে খরচ হয়েছে আনুমানিক ৬৪৫ কোটি টাকা। আটটি চেক-ইন কাউন্টার বিশিষ্ট এই বিমানবন্দরে পিক আওয়ারে একসঙ্গে ২০০ জন

যাত্রী স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। এই বিমানবন্দরে বিমান পরিষেবা শুরু হবে ২৮ নভেম্বর।

মুম্বই – কলকাতা-হলোঙ্গির মধ্যে নিয়মিত যাতায়াত করবে একটি বেসরকারি সংস্থার বিমান। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্স এই রুটে বিমান চলাচল শুরু করবে ২৮ নভেম্বর। সকাল ১১ টায় কলকাতা থেকে হলোঙ্গির উদ্দেশ্যে রওনা দেবে বিমান। কলকাতা থেকে অরুণাচল পৌঁছাতে সময় লাগবে দেড় ঘন্টা। এর পর দুপুরে হলোঙ্গি থেকে কলকাতা ফিরবে বিমানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *