Feature Newsfleshত্রিপুরাভারত

আগরতলা-কলকাতা রুটে চড়া বিমান ভাড়া

ত্রিপুরা, ১৮ মে : আগরতলা-কলকাতা বিমানে বিভিন্ন মাশুলের হার গোপনে একলাফে ৬৭০ টাকা বাড়িয়ে দিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বি জে পি সরকার। এরফলে এই রুটে চড়া হারে বেড়ে গেলো বিমানের টিকিটের দামও। বর্তমানে আগরতলা-কলকাতা বিমানে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার নিচে কোন টিকিটই মিলবে না। অথচ কিছুদিন আগেও ২৫০০-৩০০০ টাকায় মিলতো বিমানের টিকিট। এতে চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা। সরকার ব্যস্ত প্রচারের ফানুস উড়াতে। খবর অনুযায়ী আগরতলা-কলকাতা বিমানে সর্বসাকুল্যে বিভিন্ন মাশুলের হার ছিল ৪১৩ টাকা। সম্প্রতি বি জে পি সরকার তা একলাফে ৬৭০ টাকা বাড়িয়ে করেছে ১০৮৩ টাকা। এই ১০৮৩ টাকার মধ্যে কিউট মাশুল ৫০ টাকা, এভিয়েশন সিকিউরিটি মাশুল ২৩৬ টাকা এবং ইউসার ডেভেলপমেন্ট মাশুল ৭৯৭ টাকা। বাড়তি এই মাশুল গুণতে হচ্ছে যাত্রীদের। সব জেনে শুনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার অন্য সদস্যরা। এদিকে, বিমানের টিকিটের দাম দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে, ভারতীয় রেলও আগরতলা থেকে বৃদ্ধি করছে না দূর পাল্লার ট্রেনের সংখ্যা। বিশেষ শব্দ যুক্ত করে যে কয়েকটি দূর পাল্লার ট্রেন চালু আছে সেগুলির টিকিটের দাম এতই বেশি তাতে সাধারণ মানুষের চড়া দুষ্কর। অথচ এই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই রাজ্যবাসীকে সাথে নিয়ে বহু লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আগরতলা হয়ে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *