Feature NewsNewsত্রিপুরাভারত

আগরতলা-কলকাতা রোডে নতুন ট্রেনের সূচনা করবেন রাষ্ট্রপতি

ত্রিপুরা, ৯ অক্টোবর : ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু দু’দিনের সফরে রাজ্যে আসছেন আগামী ১২ অক্টোবর। রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর পূর্বোত্তরের এই রাজ্যে তাঁর প্রথম সফর। দু’দিনের এই ঝটিকা সফরকে ঘিরে প্রশাসনের তৎপরতা বিশেষ করে আরক্ষা এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যস্ততা চরম তুঙ্গে। দিল্লি থেকে বিশেষ সুরক্ষা বাহিনী চলে এসেছে রাজ্য সফরে।

রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা সফর সূচি অনুযায়ী ১২ অক্টোবর বুধবার সকাল ১১:১৫ মিনিটে বিশেষ বিমানে এমবিবি বিমানবন্দরে অবতরণ করবেন।

প্রথা এবং প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গার্ড অব অর্নার এবং বরণ করা হবে। থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্ৰী, রাজ্য পুলিশের মহানির্দেশক, মুখ্যসচিব-সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিক এবং মন্ত্রিসভার সদস্যরা। এমবিবি বিমানবন্দরে কেবলমাত্র দূরদর্শন, আকাশবাণী ও তথ্য সংস্কৃতি দপ্তরের সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *