Feature NewsNewsঅন্যান্যত্রিপুরা

আগরতলা শহর ইন্ডিয়ান স্বচ্ছতা লিগ অভিযানে পুরষ্কৃত

ত্রিপুরা, ৭ অক্টোবর : কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক আগরতলা শহরকে ইন্ডিয়ান স্বচ্ছতা লিগ অভিযানে পুরষ্কৃত করেছে। বর্জ্যামুক্ত নগর তৈরির উদ্দেশ্যে এই অভিযান চালু করা হয়। মূলত আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবেই এই অভিযান চলছে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত। এই অভিযানে নগরোন্নয়ন দপ্তর আরবান লোকাল বডিগুলিতে তাদের বিভিন্ন কর্মসূচি আয়োজনের সময় তাদের যার যার সম্ভাবনাময় বিষয়গুলিকে তুলে ধরতে চলেছে। এরই অঙ্গ হিসেবে ১৭ সেপ্টেম্বর একটি র‍্যালির আয়োজন করা হয় যেখানে আগরতলা পুরনিগম “আগরতলা রয়্যালস” নামে অংশগ্রহণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান এবং নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব, অধিকর্তা এবং বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিগণ।

বিভিন্ন সামাজিক সংস্থা, এনসিসি, স্বসহায়ক দল, ছাত্রছাত্রী, সাফাই কর্মীরাও এই র‍্যালিতে যোগাদন করে।

রেলিটি উমাকান্ত একাডেমি থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদে গিয়ে শেষ হয়। আগরতলা শহরে অনুষ্ঠিত এই র‍্যালিতে যুব সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণে “জন ভাগিদারি” এবং “স্বচ্ছ ও নির্মল ত্রিপুরা” গঠনে অঙ্গীকারকে প্রতিভাত করে। বর্জ্যমুক্ত শহর ও প্লাস্টিক বর্জিত শহর গঠনের এই উদ্যোগ কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রক দ্বারা প্রশংসিত হয়েছে এবং এ থেকে ১০ লক্ষ জনসংখ্যার শহরগুলির মধ্যে আগরতলা শহরকে পুরষ্কৃত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *