আগরতলা স্টেশন চত্বর থেকে তিন নাবালক সহ আট রোহিঙ্গা আটক
ত্রিপুরা, ৬ নভেম্বর : আবারো রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা আটকের ঘটনা ঘটলো।শনিবার সকাল ৭ টা ৪০ মিনিটের দিকে আগরতলার বাধারঘাট রেল স্টেশনের মুল গেটের সামনে থেকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করার সময়ে আটক করা হলো আট রোহিঙ্গাকে। এদের মধ্যে তিনজন শিশু।
আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ওসি সঞ্জিৎ সেন জানিয়েছেন, শনিবার সকালে বহিঃরাজ্যগামী দুটি রেল ছিলো হামসফর আর কাঞ্চনজঙ্ঘা।
ফলে সকাল থেকে পুলিশের রুটিন চেকিং শুরু হয়।সেই সময়ে তারা স্টেশনের মুল গেটের সামনে লক্ষ করে বেশ কয়েকজন সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করছিলো। তখনই তাদের জিআরপি কর্মীরা জিজ্ঞাসাবাদ চালালে তারা স্বীকার করে নেয়,তারা বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। বাংলাদেশ থেকেই এক দালাল তাদের..