আগামীতে রাজ্যে শিল্পের সম্ভাবনা প্রভূতঃ রামপ্রসাদ
ত্রিপুরা, ১১ ডিসেম্বর : শনিবার সন্ধ্যায় ৩৩ তম শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন হল, দমকল দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পালের হাত ধরে। আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে এই শিল্প ও বানিজ্য মেলা। আগামী ১৫ দিন ধরে চলবে মেলা।শনিবার থেকে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো শিল্প ও বানিজ্য মেলা।
১৫ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করলেন মন্ত্রী রামপ্রসাদ পাল।
তাছাড়া উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়িকা মিমি মজুমদার, টিআইডিসি’র চেয়ারম্যান টিংকু রায়, ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সম্ভোষ সাহা সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, রাজ্য সরকারের মূল উদ্দেশ্য সকল স্তরের প্রত্যেকটি নিম্নবর্গীয় মানুষকে স্বনির্ভর করা। ত্রিপুরা রাজ্য যাতে শ্রেষ্ঠ রাজ্যের মর্যাদা পায় সে দিশাতে কাজ..