আগামী কয়েকদিন আরও নামবে পারদ, পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা
ত্রিপুরা, ১৪ নভেম্বর : আগামী কয়েকদিন পাহাড়ে বৃষ্টি হলেও তা ঠান্ডার পথে বাধা সৃষ্টি করবে না। শুষ্ক আবাহাওয়া এবং উত্তর-পশ্চিম
দিক থেকে প্রবেশ করা ঠান্ডা বাতাসের পরিমাণ বাড়বে। চলতি মাসের বাকি কয়েকটি দিন সর্বনিম্ন তাপমাত্রার ধীরে ধীরে পতন হবে এবং শীত পড়বে। ঠান্ডা বাতাস প্রবেশের ফলে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে ঠান্ডা বাড়বে ।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক দেবব্রত মণ্ডল বলেন, “আগামী পাঁচ দিন গাঙ্গেয় দক্ষিনবঙ্গে কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই।
পশ্চিমী ঝঞ্জার কিছুটা প্রভাব থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আগামী দু”দিন হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আগামী ৩ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী দু’- তিনদিন রাতের দিকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা আছে। কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বােচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি আশেপাশ থাকবে। চলতি মাসের বাকি কদিন এইভাবে চলতে চলতে ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা ১৬ থেকে ১৫ ডিগ্রিতে অবস্থান করবে। তারপর ডিসেম্বরের শেষ সপ্তাহে তা ১৪ থেকে ১৩ ডিগ্রিতে এসে দাঁড়াবে।”