‘আজকের ভারত’ বিশ্বে অগ্রদূতের ভূমিকা পালন করছে : রাষ্ট্রপতি
ত্রিপুরা, ৫ ডিসেম্বর : আজকের ভারতের ভূমিকা বিশ্বের অগ্রদূত হিসেবে। মঙ্গলবার রাতে শান্তিবনে স্বাধীনতা থেকে অমৃত মহোৎসব পর্যন্ত গোল্ডেন ইন্ডিয়ার আয়োজিত গোল্ডেন ইন্ডিয়া রাইজ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একথা বলেছেন।তিনি রাজস্থানে দুদিনের সফরের অংশ হিসাবে মঙ্গলবার গভীর সন্ধ্যায় আবু রোড শহরে অবস্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী সংস্থার আন্তর্জাতিক সদর দফতর শান্তিবনে পৌঁছেছিলেন। রাষ্ট্রপতি মুর্মু বলেন, যুদ্ধ এবং যুদ্ধবিরোধের পরিবেশে বিশ্ব সম্প্রদায় সমাধানের জন্য ভারতের দিকে তাকিয়ে আছে। মাউন্ট আবু থেকে শুরু করে এই প্রচারাভিযান সমস্ত দেশবাসীর ক্ষমতায়ন এবং সমাজের ক্ষমতায়নে শক্তি জোগাবে। তিনি আরও বলেন, ভারত বর্তমানে জি-২০-এর সভাপতিত্ব করবে। আমাদের সংস্কৃতির ভিত্তিতে আমাদের দেশ আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ গঠনে সক্রিয়। বোনেরা স্নেহ, ভালোবাসা ও অন্তরঙ্গতা দিয়ে মানুষের ভেতরের ভুল অনুভূতির অবসান ঘটাতে কাজ করবে। মানুষের মনে আধ্যাত্মিক অনুভূতি জাগছে। সেই দিন বেশি দূরে নয় যখন আমরা আধ্যাত্মিকভাবে ক্ষমতায়ন হব। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রহ্মাকুমারী সংস্থার যুগ্ম প্রধান প্রশাসক রাজযোগিনী বিকে মুন্নি, অতিরিক্ত মহাসচিব বিকে ব্রিজমোহন, বিকে করুণা, বিকে মৃত্যুঞ্জয় ও বিকে সুষমা। এর আগে রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান করে সংবর্ধনা দেন প্রতিষ্ঠানের কর্তারা।