আজ অরুণাচলে শাহ, উদ্বোধন করবেন “ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম” সহ বহু প্রকল্পের
ত্রিপুরা, ১০ এপ্রিল : আগামীকাল সোমবার অরুণাচল প্রদেশে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আনজাও জেলার কিবিথু গ্রামে ”ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম”, “গোল্ডেন জুবিলি বর্ডার ইলুমিনেশন প্রোগ্রাম ‘-এর অধীনে অরুণাচল প্রদেশ সরকারের নির্মিত নয়টি মাইক্রো হাইডেল প্রকল্প সহ লিকাবালি (অরুণাচল প্রদেশ), চাপরা (বিহার), নুরানাদ (কেরালা) এবং বিশাখাপত্তনমে (অন্ধ্র প্রদেশ) পরিকাঠামো বাড়ানোর জন্য ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর বহু প্রকল্প উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি বিবৃতি জারি করে এ খবর দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2022-23 থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের সময়সীমায় সড়ক সংযোগের জন্য ২,৫০০ কোটি টাকা সহ ৪,৮০০ কোটি টাকার কেন্দ্রীয় উপাদান সমেত “ভাইব্রেন্ট..