আজ আশ্বিন মাসের প্রথম দিন
ত্রিপুরা , ১৮ সেপ্টেম্বর : আগমনির দোলা লেগেছে কাশবনে । হাতে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা । কাশবনই বুঝিয়ে দেয় মায়ের আগমন বার্তা । জোর কদমে চলছে পূজা উদ্যোক্তাদের কাজ । বিগত বছরগুলোতে করোনার কারনে সাদামাটা পূজো হয়েছে । মায়ের পূজা এখন শুধু বাঙ্গালীদের মধ্যে সিমাবদ্ধ নয় , জাতি ধর্ম – বর্ণ নির্বিশেষে সকলেই ব্রতী হয় পূজায় ।
প্রত্যেক বছর শরতের এই পূন্য তিথিতে কাশফুলের দোলাই বুঝিয়ে দেয় মায়ের আগমনীর সময় হয়েছে ।
বিশেষ করে গ্ৰাম অঞ্চলগুলোতে এই আভাস পাওয়া যায় । তাই পূজা কমিটিগুলো যার যার মত করে নিজেদের প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল তৈরীতে ব্যাস্ত পরিলক্ষিত হয় । মায়ের উৎসবের অপার আনন্দে শহর থেকে গ্ৰাম সর্বত্র মেতে উঠে রাজ্যবাসি ।