Feature NewsNewsত্রিপুরাভারত

আজ আসছেন বিএল সন্তোষ

ত্রিপুরা, ২১ অক্টোবর : দুদিনের রাজ্য সফরে শুক্রবার ফের আসছেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। বর্তমানে বিজেপির নির্বাচনে নিযুক্ত প্রভারী, দলের সর্বভারতীয় প্রবত্তা এবং দলের রাজ্য প্রভারী সাংগঠনিক বৈঠক নিয়ে ব্যস্ত। সংগঠনকে আরো শক্তিশালী করতে জেলা স্তরে সভা করে বেড়াচ্ছেন নবনিযুক্ত সভাপতি রাজীব ভট্টাচার্য।

অস্বীকার করার উপায় নেই, গত পৌনে পাঁচ বছরে সরকার বিরোধী হাওয়া প্রবল হয়েছে।

প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইতে শুরু করায় কেন্দ্রীয় নেতৃত্ব অশনী সংকেত দেখছেন। তাই তো বিএল সন্তোষের মতো নেতাকে একবছরে একটি রাজ্যে তিনবার ছুটে আসতে হচ্ছে। বিধায়ক এবং মন্ত্রীদের ডেকে ডেকে পৃথক ভাবে সতর্ক করছেন তিনি। তারপরেও ক’জন সতর্ক হয়েছেন। এবার ফের মন্ত্রী-বিধায়কদের ডেকে ডেকে পৃথক ভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি। আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবেন আগামী নির্বাচনে কারা টিকিট থেকে বঞ্চিত হচ্ছেন। তবে যাদের টিকিট থেকে বঞ্চিত রাখা হবে তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন দলের মতিগতি। কেন্দ্রীয় নেতৃত্বরা চাইছেন এবার নির্বাচনে কোনো কেন্দ্রেই যাতে প্রার্থী নিয়ে বিরোপ প্রতিক্রিয়া না হয়। তাইতো গ্রহণযোগ্য..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *