আজ আসছেন রাষ্ট্রপতি
ত্রিপুরা, ১২ অক্টোবর : রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর দ্রৌপদী মুর্মু প্রথমবারের মতো রাজ্য সফরে আসছেন। তার আগে বিধায়ক ও সাংসদদের কাছে ভোট চাইতে এসেছিলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে। এবার রাষ্ট্রপতি হিসাবে তাঁর সফর ঘিরেই যাবতীয় আয়োজন। রাষ্ট্রপতির সফরে কী পাচ্ছে রাজ্য, তার হিসাব নিকাশ শুরু, ভবিষ্যতে কী পাবে ত্রিপুরা তার ও আলোচনা শুরু চারদিকে।
আপাতত দুটি প্রকল্পের উদ্বোধন আর ভোটমুখী ভাবনায় কয়েক জোড়া শিলান্যাস ছাড়া কিছুই নেই রাষ্ট্রপতির সফরে।
আর যেগুলোর শিলান্যাস হবে সেগুলোও বড়ধরনের কিছু নয়। সাধারণত বিধায়ক বা স্থানীয় কোনো জনপ্রতিনিধি দিয়ে শিল্যানাস করা যায় এমন প্রকল্পেই রাষ্ট্রপতির ছোঁয়া লাগছে। তবে রবীন্দ্র ভবনের আয়োজন থেকেই ডিজিটাল মিউজিয়ামের সুচনা করবেন রাষ্ট্রপতি। প্রচারও চলছে। তা-ও..