আজ আসছেন শুভেন্দু অধিকারী
ত্রিপুরা, ১০ জানুয়ারি : ‘জন বিশ্বাস’ যাত্রাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য বিজেপি বিজয় সংকল্প র্যালি অনুষ্ঠিত করছে। ইতিমধ্যেই রাজ্য নেতা মন্ত্রীদের পাশাপাশি বহির্রাজ্যের নেতা মন্ত্রীদের এনে এই জন সংকল্প র্যালির মাধ্যমে রাজ্য বিজেপি কিন্তু প্রচারের পালে তেজ হাওয়া দিতে শুরু করেছে। ইতিমধ্যেই সাংসদ লকেট চ্যাটার্জিকে এনে প্রচারে অনেকটা বাজিমাত করেছিলো রাজ্য বিজেপি। সেইলক্ষ্যেই আগামীকাল রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তেমনিভাবে আগামী পরত অর্থাৎ ১১ তারিখ রাজ্যে আসছেন চিত্র তারকা মিঠুন চক্রবর্তী। এমনিতেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে বহুল চর্চিত। কেননা তিনি গত বিধানসভা নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছিলেন। সেই থেকেই তিনি বঙ্গের রাজনীতির ময়দানে সংবাদ শিরোনামে এসেছিলেন। তাই আগামীকাল তার রাজ্য সফর নিয়ে উদ্গ্রীব বিজেপির কর্মী সমর্থকরা। রাজ্য বিজেপি থেকে জানানো হয়েছে আগামীকাল তিনি রাজ্যে এসে বাগমায় একটি বিজয় সংকল্প র্যালিতে অংশ নেবেন। এরপর চড়িলামে ‘জন বিশ্বাস’ যাত্রায় অংশগ্রহণ করে বিকেলে বিশালগড়ে অনুরূপ একটি ‘জন বিশ্বাস’ যাত্রায়..