আজ গুয়াহাটিতে এন ই সি’র বৈঠক
ত্রিপুরা, ৯ অক্টোবর : উত্তরপূর্বাঞ্চল পর্যদ বা এন ই সি’র গুরুত্বপূর্ণ বৈঠক রবিবার অনুষ্ঠিত হতে চলছে গুয়াহাটিতে। এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বোত্তরের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব সহ অর্থ দপ্তরের সচিবরা যোগ দেবেন।
এই বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করতে বৃহস্পতিবারই গুয়াহাটি পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সকাল ৯টায় এই বৈঠক শুরু হওয়ার কথা।
মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এবং কেন্দ্রের সহযোগিতায় আগামীদিন কোন কোন বিষয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান তার গুচ্ছ কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন। বিশেষ করে সামাজিক ভাতা ১০০০ টাকা থেকে ২০০০ টাকা বৃদ্ধি, বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ, নারীর ক্ষমতায়ণ, রাবার প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরবেন।