আজ জাতীয় শিক্ষা দিবস
ত্রিপুরা, ১১ নভেম্বর : ভারতে প্রতি বছর জাতীয় শিক্ষা দিবস উদযাপিত হয় ১১ই নভেম্বর। মওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিবসটি পালিত হচ্ছে। পন্ডিত জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে ১৯৪৭ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত মওলানা আবুল কালাম আজাদ দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক শিক্ষাক্ষেত্রে মওলানা আবুল কালাম আজাদের অবদানের কথা স্মরণ করে তাঁর জন্মদিন পালন করার সিদ্ধান্ত ঘোষণা করে। এই দিনটিকে ২০০৮ সালের ১১ ই নভেম্বর থেকে, প্রতিবছর ছুটি ঘোষণা না করে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালিত হয়।