Feature Newsঅন্যান্যএই মুহূর্তেভারত

আজ থেকে শুরু আগামী সাধারণ বাজেট প্রণয়নের মহড়া

ত্রিপুরা, ১১ অক্টোবর : আজ সোমবার থেকে আগামী সাধারণ বাজেট তৈরির মহড়া শুরু করবে অর্থ মন্ত্রণালয়। আসন্ন বাজেটে মন্থর বৈশ্বিক দৃষ্টিভঙ্গির উপর ফোকাস করা হবে বলে আশা করা হচ্ছে। চলতি আর্থিক বছরের ব্যয়ের সংশোধিত এবং 2023-24 আর্থিক বছরের জন্য তহবিলের প্রয়োজনীয়তার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে পরামর্শের মাধ্যমে বাজেট প্রক্রিয়া শুরু হবে।

সোমবার প্রথম দিনে ব্যয়ের সংশোধন নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সমবায় মন্ত্রণালয়, কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ, কৃষি গবেষণা ও শিক্ষা দফতর, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এক মাসব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হয়। এবং মহাসড়ক, রেলপথ মন্ত্রনালয় এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সঙ্গে সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *