আজ দিল্লিতে মমতার হাত থেকে তৃণমূলের পতাকা নেবেন পীযূষ
ত্রিপুরা, ৭ ডিসেম্বর : প্রায় পাঁচ মাস আগে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন সুবল ভৌমিক। এই পাঁচ মাসে দলকে ঘুরে দাঁড় করানোর লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলো সন্তোষ কন্যা সুস্মিতা দেব। তাকে সহযোগিতা করছিলো পশ্চিমবঙ্গের ডোমজুড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য তৃণমূলের (ত্রিপুরা) ইনচার্জ রাজীব ব্যানার্জি। কিন্তু সুবল ভৌমিকের অনুপস্থিতিতে এই নেতা নেত্রী দলকে তেমনভাবে টেনে নিয়ে যেতে পারছিলেন না।
অভিভাবকহীন তৃণমূল কংগ্রেস বিক্ষিপ্ত কিছু আন্দোলন কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।
এতে করে দলের একটা বড় অংশের কর্মী সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশ। অথচ গত নিগম ও পুরভোটে দল ২০ শতাংশেরও বেশি ভোট পেয়েছিলো। দেখা গেছে বঙ্গ নেতৃত্বের নানা কায়দা কানুনের কারণে দলের সেই ভোট বর্তমানে প্রায় শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে। যার প্রভাব দেখা গেলো উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জামানত বাজেয়াপ্তের মধ্য দিয়ে। ফলে নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে হতাশা দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে দোয়ারে এসে কড়া নাড়ছে বিধানসভা..