আজ দুপুরের মধ্যে স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিষেবা আশ্বস্ত করলো নিগম
ত্রিপুরা, ২৬ অক্টোবর : সোমবার দিনভর বিদ্যুতের আনাগোনা চলতে থাকলেও, রাতে শেষবারের মতো লোডশেডিংয়ের পর থেকে ১৮ ঘন্টা ধরে বিদ্যুতহীনতায় ভুগছেন রাজধানীর কলেজটিলা, জগহরিমুড়া, রাম ঠাকুর সংঘ সহ বিস্তীর্ণ এলাকার সাধারন মানুষ। সিত্ৰাং ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত বিদ্যুৎ পরিবাহী লাইন সারাইয়ে কোনও হেলদোল নেই বিদ্যুৎ নিগমের, এমনটাই ওই এলাকার লোকজনদের অভিযোগ।
দীর্ঘ বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে মঙ্গলবার বিকালের দিকে ভুক্তভোগী এলাকার ক্ষিপ্ত সাধারন মানুষজন ছুটে যান রাজধানীর বোধজং চৌমুহনীস্থিত বিদ্যুৎ নিগমের অফিসে।
সেখানে সোমবার রাতের পর থেকে কলেজ টিলা ফাঁড়ির আওতাধীন বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই, দপ্তরের এমডির নিকট নালিশ জানাতে গিয়েও ব্যর্থ হলেন ভুক্তভোগী জনতা। কারণ সমুদ্র উপকূলে সৃষ্টি সিত্রাং ঘূর্ণিঝড়ের প্রকোপ কিভাবে বিদ্যুৎ নিগম মোকাবেলা করেছে সে নিয়ে তখন নিগমের এমডি সাংবাদিক সম্মেলনে ব্যস্ত ছিল বলে অভিযোগ করলেন ক্ষুব্ধ নাগরিকরা। প্রসঙ্গত সোমবার রাতে সিত্রাং ঝড়ের প্রকোপে দারুণভাবে বেহাল হয়ে পড়ে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা। গোটা রাজ্য জুড়ে বিদ্যুৎ বিপর্যয়ে আর সব ভুক্তভোগীদের মত,একই অবস্থায় পড়েন, রাজধানী শহরের কলেজটিলা, জগহরিমূড়া ও রামঠাকুর সংঘ এলাকার সাধারন মানুষও । রাত গড়িয়ে দিন কাবার হয়ে গেলেও দেখা মেলেনি চপলা বিদ্যুতের। ভুক্তভোগীদের অভিযোগ, ১৯১২ নম্বরে ডায়াল করেও কোনও সুরাহা মেলেনি। অভিযোগ, জরুরী পরিষেবার..