আজ ফটিকরায়ে মথার জনসভা
ত্রিপুরা , ২৯ সেপ্টেম্বর : ফটিকরায় বিধানসভায় তিপ্রামথার জনসভাকে কেন্দ্র করে বিধানসভার পাঁচটি জনজাতি এলাকায় ব্যাপকতা শুরু করা হয়েছে। তিপ্রামথা দলের নেতা চন্দ্রমণি দেববর্মা জানিয়েছেন ফটিকরায় বিধানসভার জুড়িছড়া এডিসি ভিলেজে এই জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভার শুরুর পূর্বে এলাকায় এক বিশাল র্যালি সংঘটিত করা হবে।
সকাল ১১ টায় এই সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। জনসভায় উপস্থিত থাকবেন স্বশাসিত জেলা পরিষদের ডেপুটি সিএম অনিমেষ দেববর্মা, প্রাক্তন বিধায়ক রবীন্দ্র দেববর্মা, তিপ্রামথা নারী নেত্রী রাধা মালা দেববর্মা, দলের ধলাই জেলা সভাপতি রতিশ ত্রিপুরা সহ প্রমুখরা। গত সাড়ে চার বছরে ফটিকরায় বিধানসভার জনজাতি এলাকায় উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। গত কয়েকমাস পূর্বে ক্ষুব্ধ জনজাতিরা বিধায়কের কুশপুতুল তৈরি করে জুতার মালা পরিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে। বিগত সাড়ে চার বছরে কয়েক শত জনজাতি বিভিন্ন দল ত্যাগ করে তিপ্রামথা দলে যোগদান করে। ২৯ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ফটিকরায় বিধানসভায় তিপ্ৰামথা শক্তির মহড়া প্রদর্শন করবে বলে আভাস পাওয়া গেছে।