আজ বহু প্রতীক্ষিত ফিল্ম ইনস্টিটিউটের উদ্বোধন
ত্রিপুরা, ২৮ নভেম্বর : বলা যায় ভোটের মুখে ঝটকা। যুবক-যুবতিদের মন জয়ের চেষ্টা। যদিও রাজ্যে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিউটের সহায়তায় তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে একটি পৃথক ফিল্ম ইনস্টিউট স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় আজ থেকে প্রায় একবছর আগেই। প্রক্রিয়া সম্পন্ন করতে কেটে যায় কয়েকমাস। অবশেষে সোমবার হবে স্বপ্নপূরণ।
রাজ্যে যুবক যুবতিদের মধ্যে ফিল্মের প্রতি আগ্রহ অনেকটাই বেড়েছে।
এই রাজ্য থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ হয়েছে। বহির্রাজ্যের চিত্র পরিচালকরা এই রাজ্যে এসে এই রাজ্যের জলবায়ুতে এবং প্রাকৃতিক সৌন্দৰ্য্যকে ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ করেছেন। রাজ্যের প্রেক্ষাপটে তৈরি চলচ্চিত্র নজর কেড়েছে দেশের প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতাদের। জনজাতি ছেলেমেয়েদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ। স্বল্প দৈর্ঘ্যের বেশ কিছু ছবি তৈরি হয়েছে এই রাজ্যে। যা নজরকারা। রাজ্যের চিরাচরিত..