আজ বিজেপি ও সিপিএমের রাজ্য কমিটির সভা
ত্রিপুরা, ২২ মে : আগামীকাল অর্থাৎ সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে শাসকদল বিজেপি এবং সিপিএম দলের রাজ্য কমিটির বৈঠক। সিপাহীজলা জেলার চড়িলামে অনুষ্ঠিত হবে শাসকদল বিজেপির বৈঠক অন্যদিকে মেলারমাঠে পার্টির সদর দপ্তরে অনুষ্ঠিত হবে সিপিআইএম’র বৈঠক। ২০২৪’র লোকসভা ভোটের আগে এই দুই দলের রাজ্য কমিটির বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। শাসকদল বিজেপি এবার বিধানসভা ভোটে একাই সরকার গঠন করতে সক্ষম হলেও দল কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি বলেই আগামীকালের বৈঠকে তারও চুলচেরা বিশ্লেষণ হবে। কারণ যেহেতু এখনো তিপ্লামথার অবস্থান স্পষ্ট হয়নি তাই পূর্ব ত্রিপুরা আসনটি নিয়ে দল চিন্তিত। আগামীকালের বৈঠকে এই ইস্যুতেও নেতৃবৃন্দরা পর্যালোচনা করবেন। জানা গেছে পশ্চিম ত্রিপুরা আসনটি নিয়ে রাজ্য বিজেপি ততটা চিন্তিত নয়। ফলে আগামীকালের লোকসভা ভোট ইস্যুতে আলোচনায় মূল ফোকাস থাকবে পূর্ব ত্রিপুরা আসনটি নিয়েই। এছাড়াও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে দল তাদের বৈঠকে আলোচনা করতে পারে। তাছাড়াও আগামীকালের বৈঠকে সাংগঠনিক রদবদল সহ দলের আগামী…..